ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘পাকিস্তানি দূতাবাস এখন কাশিম বাজার কুটির’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৬
‘পাকিস্তানি দূতাবাস এখন কাশিম বাজার কুটির’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘পাকিস্তান হাইকমিশন এখন আর দূতাবাস নয়, সেটা এখন কাশিম বাজার কুটির হয়ে গেছে। ’

বুধবার (০৬ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক গণ অবস্থানে নৌমন্ত্রী শাজাহান খান এসব কথা বলেন।



আপিলে নিজামীর রায় বহাল রাখার দাবিতে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ এ গণ অবস্থানের আয়োজন করে।

নৌমন্ত্রী বলেন, ‘যুদ্ধাপরাধীদের রায় কার‌্যকর করলে পাকিস্তানের গা (শরীর) জ্বালা শুরু হয়ে যায়। সেজন্য তারা দূতাবাসের (হাইকমিশন) মাধ্যমে প্রতিবাদ জানায়। ’

‘এ দূতাবাস জঙ্গির সঙ্গে সম্পৃক্ত রয়েছে, এর বড় প্রমাণ ইতোমধ্যে পাকিস্তানের কর্মকর্তাকে প্রত্যাহার করে নেওয়া। দূতাবাস এখন কাশিম বাজার কুটি হয়ে গেছে। ’

শাজাহান খান বলেন, এরইমধ্যে চার শীর্ষ যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকর হয়েছে। নিজামীর রায়ও বহাল রেখেছেন আপিল বিভাগ। এভাবে যুদ্ধাপরাধীরা তাদের কৃতকর্মের ফল পাবে। ’

এর আগে সকাল সোয়া নয়টা থেকে প্রেসক্লাবের সামনে বেশ কয়েকটি সংগঠনের কর্মী গণ অবস্থানে অংশ নেন। এজন্য জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৬
আরইউ/এফবি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।