ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শিক্ষককে গুলি করে হত্যা রামুতে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৬
শিক্ষককে গুলি করে হত্যা রামুতে

কক্সবাজার: কক্সবাজারের রামুতে গুলি করে মোহাম্মদ নুরুচ্ছফা (৩৩) নামের এক শিক্ষককে হত্যা করেছে দূর্বৃত্তরা। ঈদগড়ের মোহাম্মদ শরিফ পাড়ায় বুধবার ভোররাতে এ ঘটনা ঘটে।



নিহত নুরুচ্ছফা একই এলাকার আব্দুল মজিদের ছেলে এবং ঈদগড় বড়বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন নিহতের ছোট ভাই মোহাম্মদ নুরুন্নবী (৩০)।

নিহতের আরেক ছোট ভাই নুরুল আবছার জানান, রাতে ঘরের তিনটি দরজা ভেঙে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে দূর্বৃত্তরা।
ডাকাত মনে করে বাড়িতে রাখা স্বর্ণালংকার ও নগদ টাকা পয়সা তাদের দিলেও না নিয়ে নুরুচ্ছফাকে খুঁজতে থাকে। একপর্যায়ে নুরুচ্ছফা ও নুরুন্নবীকে গুলি করে পালিয়ে যায়।

ঈদগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাহিদুল করিম জানান, দূর্বৃত্তরা স্বর্ণালংকার বা অন্যকোনো জিনিসপত্র লুট করে নিয়ে না যাওয়ায় ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতাবশত পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

নিহতের মরদেহ ঈদগড় পুলিশ ফাঁড়িততে রয়েছে।   সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। তার বুকে গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধ নুরুন্নবীকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান, ঘটনার রহস্য উন্মোচন ও জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৬
টিটি/এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।