ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় হিজড়াকে শ্বাসরোধ করে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৬
সাতক্ষীরায় হিজড়াকে শ্বাসরোধ করে হত্যা

সাতক্ষীরা: সাতক্ষীরায় শিমুল (২২) নামে তৃতীয় লিঙ্গের (হিজড়া) এক ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (৫ জানুয়ারি) গভীররাতে সদর উপজেলার কুশখালী ইউনিয়নের শিকড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত শিমুল ওই গ্রামের আব্দুল হাকিমের সন্তান।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক শেখ জানান, শিমুলকে রাতে শ্বাসরোধে হত্যা করে শিকড়ী গ্রামের রাস্তায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে বুধবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় শিমুলের ভাই আক্তার হোসেন থানায় মামলা দায়ের করেছেন। এতে সেলিম নামে তৃতীয় লিঙ্গের অপর এক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

আক্তার হোসেন জানান, সেলিম ও শিমুলের মধ্যে বিভিন্ন এলাকায় গিয়ে বাচ্চাদের নাচিয়ে পাওয়া টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে বিরোধ ছিল। এর জের ধরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।