ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সোনাগাজীতে পেট্রোল ঢেলে অটোরিকশায় আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৬
সোনাগাজীতে পেট্রোল ঢেলে অটোরিকশায় আগুন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ফেনীর সোনাগাজী উপজেলায় সিএনজিচালিত একটি অটোরিকশায় পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে চালক আবু  ইউসুফ (৩০) আহত হয়েছেন।



বুধবার (৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সোনাগাজীর চরচান্দিয়া ইউনিয়নের ওলামা বাজার সড়কের ফকিরবাড়ির সামনে এ ঘটনা ঘটে। এতে গাড়িটির উপরের অংশ পুড়ে যায়।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বাংলানিউজকে জানান, তিন চারজনের একদল দর্বৃত্ত ওই অটোরিকশায় হঠাৎ করে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়। এতে চালক সামান্য আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।