ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অজ্ঞানপার্টির খপ্পরে সাংবাদিক ইনজামাম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৬
অজ্ঞানপার্টির খপ্পরে সাংবাদিক ইনজামাম সরদার ইনজামামুল হক

বাগেরহাট: বাংলানিউজটোয়েন্টিফোর.কমের স্টাফ করেসপন্ডেন্ট (বাগেরহাট) সরদার ইনজামামুল হক অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন।

অচেতন অবস্থায় বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকালে তাকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।



বুধবার রাতে ঢাকা থেকে বাগেরহাট যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

বাগেরহাট থেকে সাংবাদিক এম আকবর টুটুল বাংলানিউজকে জানান, ঢাকার সায়েদাবাদ থেকে পিরোজপুরগামী একটি বাসে করে বাগেরহাটের উদ্দেশে রওনা হন ইনজামাম। বাসটি বাগেরহাট পার হয়ে পিরোজপুর পৌঁছার পর বাসের কর্মীরা তাকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে আবার বাগেরহাট বাস টার্মিনালে নিয়ে আসেন। পরে সেখান থেকে তাকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।

টুটুল আরও জানান, অজ্ঞানপার্টির লোকজন তার সঙ্গে থাকা ল্যাপটপ, মোবাইল ফোন, মানিব্যাগ নিয়ে গেছে।

সদর হাসপাতালের মেডিকেল সার্জন অরুণ কুমার মণ্ডল বাংলানিউজকে জানান, হাসপাতালে আনার পর ইনজামামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এখন তার অবস্থা স্থিতিশীল। আশাকরি অল্পসময়ের মধ্যে তার জ্ঞান ফিরে আসবে।

বাংলাদেশ সময়: ১০৫১ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৬
এসএইচ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।