ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গোদাগাড়ীতে হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৬
গোদাগাড়ীতে হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক ছবি: প্রতীকী

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী থেকে ২০০ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

বুধবার (০৬ জানুয়ারি) দিনগত রাতে উপজেলার ডাইংপাড়া বাজার এলাকা থেকে তাকে আটক করে রাজশাহী র‌্যাব-৫ সদস্যরা।



বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব।
 
আটক মাদক ব্যবসায়ীর নাম মোমিন (৩০)। তিনি উপজেলার ফাজিলপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে গোদাগাড়ী সদরের ডাইংপাড়া বাজার এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী হেরোইন কেনাবেচার জন্য অবস্থান করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র‌্যাব রাজশাহীর রেলওয়ে কলোনি ক্যাম্পের অপারেশন দল। এ সময় সেখান থেকে ২০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মোমিনকে হাতেনাতে আটক করা হয়।

আটক মোমিন দীর্ঘদিন ধরে হেরোইনসহ বিভিন্ন মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে গোদাগাড়ী থানায় সোপর্দ করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানে হয়।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৬
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।