ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হাতিরঝিলে অজ্ঞানপার্টির খপ্পরে মামা-ভাগ্নে, পৌনে ৩ লাখ টাকা খোয়া

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৬
হাতিরঝিলে অজ্ঞানপার্টির খপ্পরে মামা-ভাগ্নে, পৌনে ৩ লাখ টাকা খোয়া ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর রমনা থানাধীন হাতিরঝিলে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে মামা মো. বাবর হোসেন (২২) ও তার ভাগ্নে মো. শাহ আলম (১৮) ২ লাখ ৭৫ হাজার টাকা হারিয়েছেন।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

উদ্ধার করে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বাড়ি টাঙ্গাইল জেলার ঘাটাইল এলাকায় বলে তারা জানিয়েছেন।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হোসেন বাংলানিউজকে বলেন, স্থানীয় কয়েক ব্যক্তির দেওয়া সংবাদের ভিত্তিতে অচেতন অবস্থায় তাদের দু’জনকে উদ্ধার করা হয়। এরপর তাদের ঢামেক হাসপাতালে আনা হয়। বিদেশে যাওয়ার জন্য তারা এজেন্সিতে টাকা জমা দিতে এসেছিলেন বলে জানিয়েছেন।

পাকস্থলি ওয়াশ করার পর বর্তমানে তাদের ঢামেক হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৫
এজেডএস/আরএম


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।