ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

প্রজন্ম প্রত্যাশা’র বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৬
প্রজন্ম প্রত্যাশা’র বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সিলেটের কানাইঘাট উপজেলার তারুণ্য নির্ভর সমাজসেবামূলক সংগঠন ‘প্রজন্ম প্রত্যাশা’ আয়োজিত তৃতীয় মেধাবৃত্তি পরীক্ষার সনদপত্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি)  দুপুরে উপজেলার পর্বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।



সংগঠনের সভাপতি প্রকৌশলী মোহা. হারুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী। প্রধান আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মানিক।

প্রজন্ম প্রত্যাশার কার্যকরী কমিটির সদস্য সারওয়ার জাহান শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কানাইঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া, উপজেলা সমাজ সেবা অফিসার মোহাম্মদ আলী, উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহীন মাহবুব, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল লতিফ চৌধরী প্রমুখ।

ধন্যবাদ বক্তব্য রাখেন সংগঠনের স্থায়ী পরিষদের সভাপতি জামিল আহমদ। স্বাগত বক্তব্য দেন সহ-সভাপতি লিটন দাস।

অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ছাড়াও প্রজন্ম প্রত্যাশার সদস্যরা উপস্থিত ছিলেন।

গত ২০ ডিসেম্বর উপজেলার দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৩১টি শিক্ষাপ্রতিষ্ঠানের দেড় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

পরীক্ষায় আট জন ট্যালেন্টপুলে, ২১ জন সাধারণ গ্রেডে ও সাত জন বিশেষ গ্রেডে বৃত্তি পেয়েছে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নগদ অর্থ ও সনদপত্র প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৬
এএএন/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।