ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে ঘাতক দালাল নির্মূল কমিটির সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৬
গোপালগঞ্জে ঘাতক দালাল নির্মূল কমিটির সম্মেলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: গোপালগঞ্জে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির প্রথম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ জানুয়ারি) সকাল ১০টায় সরকারি বঙ্গবন্ধু কলেজ অডিটরিয়ামে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল প্রধান অতিথি হিসেবে এ সম্মেলনের উদ্বোধন করেন।



অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নেতা ও কলামিস্ট সৈয়দ মাহবুবুর রশিদ।

গোপালগঞ্জ জেলা শাখার আহ্বায়ক সরদার জাকির হোসেন খসরুর সভাপতিত্বে সম্মেলনের প্রথম পর্বে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সাবেক সিনিয়র সহ সভাপতি শিকদার নুর মোহাম্মদ দুলু, টুঙ্গিপাড়া পৌরসভার নবনির্বাচিত মেয়র শেখ আহমদ হোসেন মির্জা, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড আবু হোসেন, শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর অশোক কুমার সরকার, জেলা বিএমএর সভাপতি ডা. আবিদ হাসান শেখ, জেলা উদীচীর সভাপতি নাজমুল ইসলাম, আয়োজক সংগঠনের সদস্য সচিব চৌধুরী একরামুল হক প্রমুখ বক্তব্য রাখেন।

সম্মেলনে গোপালগঞ্জ জেলা ও বিভিন্ন উপজেলার একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নেতারা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

সম্মেলনে বক্তারা বাকি যুদ্ধাপরাধীদের বিচার ও বিচারের রায় দ্রুত কার্যকরের দাবি জানান।

১৯৯২ সালের ১৯ জানুয়ারি গোপালগঞ্জে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আহ্বায়ক কমিটি গঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।