ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শেরপুরে সড়ক দুর্ঘটনায় আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৬
শেরপুরে সড়ক দুর্ঘটনায় আহত ৫ ছবি : প্রতীকী

শেরপুর: শেরপুরে সিএনজিচালিত অটোরিকশা ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে পাঁচ যাত্রী আহত হয়েছেন।

শনিবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে শহরের শেরপুর-শ্রীবরদী সড়কের বিসিক শিল্পনগরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



আহতরা হলেন- আজহারুল ইসলাম (৪৫), সুমন পারভেজ (২০), শাহানা আক্তার (৪০), শারমীন (১২) ও ফারুক হোসেন (২৫) ।

তাদের ‌উদ্ধার করে প্রথমে শেরপুর জেলা সদর হাসপাতাল ও পরে আজহারুল ও সুমনকে ঢাকা পঙ্গু হাসপাতালে, ফারুক হোসেনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম বাংলানিউজকে জানান, সকালে শহরের খোয়ারপাড় থেকে শ্রীবরদীগামী যাত্রীবাহী একটি অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালকসহ পাঁচ যাত্রী আহত হন।

তিনি আরও জানান, ট্রলিসহ আটক চালক-হেলপারকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৬
এএটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।