ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে মাদকবিরোধী সচেতনতামূলক সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৬
রাজশাহীতে মাদকবিরোধী সচেতনতামূলক সভা

রাজশাহী: রাজশাহীতে মাদকবিরোধী অভিযান ও প্রচারণার মাস উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৯ জানুয়ারি) সকালে রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।



রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং রাজশাহী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোকবুল হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক খন্দকার রাকিবুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী জেলা প্রশাসক মেজবাহ্ উদ্দিন চৌধুরী, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শহীন আকতার রেনী এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান তানবিরুল আলম প্রমুখ।

অনুষ্ঠনে স্বাগত বক্তব্য দেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মুজিবুর রহমান পাটোয়ারী। এ সময় মাদকবিরোধী নানা তথ্য তুলে ধরেন শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকদের সচেতন করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৬
এসএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।