ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে জাল টাকাসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৬
নোয়াখালীতে জাল টাকাসহ যুবক আটক রাকিব

নোয়াখালী: নোয়াখালী সদর উপজেলায় ছয়টি এক হাজার টাকার জাল নোটসহ রাকিব (১৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (০৯ জানুয়ারি) দুপুরে উপজেলার আন্ডারচর ইউনিয়নের বাংলাবাজার থেকে তাকে আটক করা হয়।



আটক রাকিব উপজেলার ১নং চরমুটয়া ইউনিয়নের রামানন্দী গ্রামের সহিদের ছেলে।

স্থানীয়রা জানান, রাকিব সকালে বাংলা বাজারে একটি দোকান থেকে এক হাজার টাকার নোট দিয়ে কিছু জিনিসপত্র কেনেন। পরে আরেক দোকানে গিয়ে নাস্তা করে একটি ‍এক হাজার টাকার নোট ভাঙতি করেন। এভাবে বিভিন্ন দোকানে ঢুকে এক হাজার টাকার নোট দিয়ে কেনাকাটার একপর্যায়ে সন্দেহ হলে তাকে আটক করেন স্থানীয়রা। পরে খবর পেয়ে সুধারাম থানা পুলিশ এসে রাকিবকে আটক করে থানায় নিয়ে যায়।

সুধারাম থানার পরিদর্শক (তদন্ত-ওসি) মীর্জা মো. হাসান বাংলানিউজকে জানান, রাকিবের কাছে পাঁচটি এক হাজার টাকা ও একটি পাঁচশ টাকার জাল নোট পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।