ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৬
সিরাজগঞ্জে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে হতদরিদ্র প্রায় দুই শতাধিক দরিদ্র ও শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার (৯ জানুয়ারি) বিকেল ৪টার দিকে পৌর এলাকার বিএল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এর আয়োজন করে।



এ সময় প্রধান অতিথি বক্তব্য রাখেন, বিএল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ ফ ম নাজিম উদ্দিন হোসাইন।

এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য সচিব এস এম সাইদুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, মির্জা মোস্তফা জামান, ইঞ্জিনিয়ার মাহাবুবুল হক বাবু, মো. আব্দুল আওয়াল, রুহুল আমিন সিদ্দিক খসরু, অমর কৃষ্ণ দাস, রুহুল আক্তার সোহেল, আব্দুস সালাম মামুন, রফিকুল ইসলাম, তপু সিরাজী, হাসান ইসতিয়াক তমাল, রাশেদুল করিম, সাইফুল ইসলাম ও শান্ত প্রমুখ।

নদী ভাঙনকবলিত সিরাজগঞ্জের হতদরিদ্র শীতার্ত মানুষদের মধ্যে এ কম্বল বিতরণ করা হচ্ছে বলে আয়োজক সূত্র জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।