ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিশ্ব ইজতেমা

ইন্দোনেশীয় নাগরিকের মৃত্যু, দাফন সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
ইন্দোনেশীয় নাগরিকের মৃত্যু, দাফন সম্পন্ন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসা ইন্দোনেশীয় এক নাগরিক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। নিহতের নাম পুর্নম সোপান ওরফে সোফা হাজী (৬৭)।



শনিবার (০৯ জানুয়ারি) সকালে ইজতেমা ময়দানে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এরপর এশার নামাজের পর জানাযা শেষে বিশ্ব ইজতেমা ময়দানের কবরস্থানেই তার দাফন সম্পন্ন হয়।

বিশ্ব ইজতেমার মুরুব্বী প্রকৌশলী মো. গিয়াস উদ্দিন এ খবর নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার সকালে ঢাকা থেকে ইজতেমায় আসার সময় সোফা হাজী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

পরে তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শুক্রবার (০৮ জানুয়ারি) রাতে সোফা হাজী ইজতেমায় যোগ দিতে বাংলাদেশে এসে পৌঁছান বলেও জানান গিয়াস উদ্দিন।

কুর্মিটোলা জেনারেল হাসপাতালের চিকিৎসক ড. হামিদা জানান, সকাল সাড়ে ৯টার দিকে তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।
 
বাংলাদেশ সময়: ০০৪৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
আরএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।