ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নড়িয়া পৌরসভার মেয়রের বিরুদ্ধে দুদকের অনুসন্ধানের সিদ্ধান্ত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
নড়িয়া পৌরসভার মেয়রের বিরুদ্ধে দুদকের অনুসন্ধানের সিদ্ধান্ত

ঢাকা: বিভিন্ন দুর্নীতির অভিযোগে শরীয়তপুর জেলার নড়িয়া পৌরসভার মেয়র মো. হায়দার আলীর বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সম্প্রতি কমিশন এ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে।

কমিশন থেকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালককে এ অভিযোগ অনুসন্ধানের নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (১০ জানুয়ারি) দুদকের অনুসন্ধান ও তদন্ত-১ অনুবিভাগের ডেস্ক কর্মকর্তা উপ-পরিচালক মো. মঞ্জুর মোর্শেদের স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়।

দুদক সূত্র জানায়, নড়িয়া পৌরসভার মেয়র মো. হায়দার আলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির মাধ্যমে লাখ লাখ টাকা আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এসব অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।

শিগগিরই কমিশনের বিভাগীয় কার্যালয় থেকে অভিযোগ অনুসন্ধানের লক্ষ্যে অনুসন্ধানকারী ও তদারককারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
এডিএ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।