ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নালিতাবাড়ীতে ট্রাকচাপায় ৩ ছাত্র নিহত হওয়ার ঘটনায় মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
নালিতাবাড়ীতে ট্রাকচাপায় ৩ ছাত্র নিহত হওয়ার ঘটনায় মানববন্ধন

শেরপুর: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ট্রাকচাপায় তিন স্কুল ছাত্র নিহত হওয়ার ঘটনায় ট্রাক চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রোববার (১০ জানুয়ারি) দুপুরে  এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।



পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার (৮ জানুয়ারি) বিকেলে স্থানীয় মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র মেহেদী হাসান ও দশম শ্রেণির ছাত্র জামাল উদ্দিন ও নজরুল ইসলাম উপজেলার নয়াবিল ইউনিয়নের চারালি বাজার থেকে মোটরসাইকেলে করে নালিতাবাড়ী শহরে আসছিল।

নালিতাবাড়ী-নাকুগাঁও সড়কের নয়াবিল বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের বহনকারী মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জামাল ও নজরুল নিহত হয়। পরে রাজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যায়। এদের তিনজনের বাড়ি নাকুগাঁও আশ্রয়ন প্রকল্পের গুচ্ছ গ্রামে।

সড়ক দুর্ঘটনায় ট্রাক চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়, চারালি সরকারি প্রাথমিক ও আব্দুল খালেক নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে চারালি বাজারের নালিতাবাড়ী-নাকুগাঁও সড়কের দুপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, নিহতদের পরিবার ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এ সময় মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আমজাদ হোসেন, ম্যানেজিং কমিটির সভাপতি মো. রহুল আমিন, শিক্ষক মফিজুল ইসলাম, চারালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি খোরশেদ আলম, নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকুল সরকার, এলাকাবাসীর পক্ষে নুর ইসলাম ও রহিমা খাতুন বক্তব্য রাখেন।

শনিবার রাত সাড়ে আটার সময় তিন বন্ধুকে নাকুগাঁও কবরস্থানে দাফন করা হয়েছে। এ ব্যাপারে শুক্রবার রাতে নিহত নজরুলের বাবা আলাল উদ্দিন বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মামলা করেন।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।