ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় পুলিশের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় পুলিশের মৃত্যু ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় রফিক (বয়স আনুমানিক ৪৫) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

রোববার (১০ জানুয়ারি) দিনগত রাতে দুর্ঘটনাটি ঘটে।

পরে মো. রুবেল নামের এক পথচারী তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। রাত ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মো. রুবেল বাংলানিউজকে জানান, যাত্রাবাড়ীর রায়েরবাগ বাসস্ট্যান্ডে রাস্তা পারাপারের সময় একটি যাত্রীবাহী বাস রফিককে ধাক্কা দেয়। পরে তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে যান তিনি।

ঢামেক পুলিশ ক্যাম্প জানিয়েছে, রফিক পুলিশের নায়েক পদে রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত ছিলেন। তার নায়েক নম্বর-২০৫৮০।

ঢামেক ক্যাম্প পুলিশের এএসআই সেন্টু চন্দ্র দাস জানান, রফিকের মরদেহ ঢামেক জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০০৩১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
আরএইচ/এজেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।