ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হাজীগঞ্জে ফার্নিচার দোকানের আগুন নিয়ন্ত্রণে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
হাজীগঞ্জে ফার্নিচার দোকানের আগুন নিয়ন্ত্রণে ছবি : প্রতীকী

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের হাজীগঞ্জে ফার্নিচার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন অগ্নি নির্বাপক কর্মীরা।

রোববার (১০ জানুয়ারি) দিনগত রাত সোয়া ১১টার দিকে হাজীগঞ্জের কদমতলী পুল এলাকার একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে ওই মার্কেটের পাঁচটি ফার্নিচারের দোকান পুড়ে গেছে।

নারায়ণগঞ্জ শহরের মন্ডলপাড়া এলাকার ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ও হাজীগঞ্জ ফায়ার স্টেশনের দু’টি ইউনিটের প্রায় সোয়া এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের জেলা প্রধান (ভারপ্রাপ্ত) ও নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. বেলাল উদ্দিন বাংলানিউজকে জানান, আগুনে পাঁচটি ফার্নিচারের দোকান পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষনিকভাবে জানা যায়নি। আগুনের কারণ জানতে তদন্ত চলছে।

বাংলাদেশ সময়: ০২৩৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
আরএইচ

** হাজীগঞ্জে ফার্নিচারের দোকানে আগুন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।