ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চৌদ্দগ্রামে ডাকাতিকালে গৃহকর্তাকে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
চৌদ্দগ্রামে ডাকাতিকালে গৃহকর্তাকে হত্যা

কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ডাকাতিকালে গৃহকর্তা আলী আকবরকে (৭০) শ্বাসরোধ করে হত্যা করেছে ডাকাতরা।

সোমবার (১১ জানুয়ারি) ভোর রাতে উপজেলার নালবাগের চানশ্রী গ্রামের নিজ বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।



নিহত আলী আকবর উপজেলার নালবাগের চানশ্রী গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, ভোর রাতে সংঘবদ্ধ একদল ডাকাত ডাকাতির উদ্দেশে আলী আকবরের বাড়িতে প্রবেশ করে। তারা আলমারি থেকে আট ভরি সোনার গহনা ও নগদ ১০ হাজার লুট করে নিয়ে যাওয়ার সময় আলী আকবর তাদের বাধা দেওয়ার চেষ্টা করেন। এ সময় ডাকাতরা আলী আকবরকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়।

চৌদ্দগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম ফরহাদ বাংলানিউজকে জানান, ওই বাড়ি থেকে ডাকাতরা সোনার গহনা ও টাকা লুট করে নিয়ে গেছে।

তিনি আরো জানান, যে ঘরে ডাকাতি হয়েছে সে ঘরে আলী আকবর একাই ঘুমাতেন। সকালে বাড়ির অন্যরা ঘুম থেকে উঠে ঘরের দরজার সামনে আলী আকবরের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রকৃত কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।