ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সুন্দরবনে যৌথ অনুশীলন করবে বিজিবি-বিএসএফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
সুন্দরবনে যৌথ অনুশীলন করবে বিজিবি-বিএসএফ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: জানুয়ারির শেষ সপ্তাহে সুন্দরবন এলাকায় যৌথ অনুশীলন করবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার (১১ জানুয়ারি) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দুরমুজখালী ভবানী সুন্দরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিজিবি-বিএসএফের মধ্যে এক পতাকা বৈঠকে এ সিদ্ধান্ত হয়।



সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত দীর্ঘ ৪ ঘণ্টাব্যাপী এ বৈঠকে বিজিবির পক্ষে নীলডুমুর ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাকছুদ আহমদের নেতৃত্বে ১০ সদস্যের বিজিবি প্রতিনিধিদল এবং বিএসএফের পক্ষে ভারতের টগরভিলা ৩ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট কে এম প্রসাদের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়।  

বৈঠক শেষে কর্নেল মাকছুদ আহমদ বাংলানিউজকে জানান, জানুয়ারির শেষ সপ্তাহে সুন্দরবন এলাকায় বিজিবি-বিএসএফের যৌথ অনুশীলন, ভারতের আলীপুর সেন্ট্রাল কারেকশনাল হোম কারাগারে আটক ১৬ বাংলাদেশি নাগরিককে ফেরত আনা, বিজিবি-বিএসএফের মধ্যে প্রীতি ভলিবল ম্যাচ আয়োজনসহ সীমান্তের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।