ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দৌলতপুরে বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো শারমিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
দৌলতপুরে বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো শারমিন

মানিকগঞ্জ: মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় পুলিশের হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে শারমিন আক্তার (১৪) নামে নবম শ্রেণির এক ছাত্রী।

সোমবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কলিয়া ইউনিয়নের মুকুন্দবাড়ি এলাকায় শারমিনের বাড়িতে গিয়ে তার বিয়ে বন্ধ করে দেয় পুলিশ।


 
শারমিন ওই গ্রামের আব্দুল খালেকের মেয়ে ও স্থানীয় তেরশ্রী কালি নারায়ণ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
 
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত বাংলানিউজকে জানান, একই গ্রামের মানু মিয়ার ছেলে জাহাঙ্গীর হোসেনের সঙ্গে বিয়ের আয়োজন চলছিল শারমিনের বাড়িতে। খবর পেয়ে সন্ধ্যায় ওই স্কুলছাত্রীর বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।