ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পবায় আইন অমান্য করে পুকুর খনন, ২ জনের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
পবায় আইন অমান্য করে পুকুর খনন, ২ জনের কারাদণ্ড ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়নে সরকারি আইন অমান্য করে পুকুর খননের অপরাধে দুই জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১১ জানুয়ারি) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পবা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আলমগীর কবীর উপজেলার হরিপুর ইউনিয়নের মল্লিকপুর ও সুচরনে অভিযান চালিয়ে এ কারাদণ্ড দেন।



ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন- পবা উপজেলা কৃষি কর্মকর্তা হুসনা ইয়াসমিন।

অভিযানে ছোট মল্লিকপুরের মৃত আয়েন উদ্দিনের ছেলে আমজাদ হোসেনকে (৬০) এবং সুচরন এলাকার বোয়ালিয়ার সাগরপাড়ায় একেএম আতাউর রহমানের ছেলে আশফাফুর রহমানকে (৩৩) আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত আমজাদ হোসেনকে সাতদিনের ও আশফাফুর রহমানকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠান।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলমগীর কবীর বলেন, আবাদি জমির ধরণ পরিবর্তন করা যাবে না। কিন্তু এক শ্রেণির মুনাফালোভী মানুষ পবা উপজেলায় বাণিজ্যিকভিত্তিতে পুকুর খনন করে চলছেন। তারা বিলের ড্রেনেজ মুখে পুকুর খনন করায় বর্ষার সময় পানি নিষ্কাশন হচ্ছে না। ফলে কৃত্রিম জলাবদ্ধতা দেখা দিচ্ছে।

জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
এসএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।