ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মিরসরাইয়ে স্কুল ছাত্রাবাসের দেয়াল চাপায় শ্রমিকের মৃত্যু

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
মিরসরাইয়ে স্কুল ছাত্রাবাসের দেয়াল চাপায় শ্রমিকের মৃত্যু

মিরসরাই (চট্টগ্রাম): চট্টগ্রামের মিরসরাই উপজেলায় একটি  স্কুলের ছাত্রাবাসের পুরোনো ভবন ভাঙার সময় দেয়ালের নিচে চাপা পড়ে বাবু কৃষ্ণ নাথ (৫০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আরো দুই শ্রমিক সামান্য আহত হয়।



সোমবার (১১ জানুয়ারি) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মকছুদ আহম্মদ চৌধুরী বাংলানিউজকে বলেন, উপজেলার জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়ের (জেবি) দেয়াল ভাঙার কাজ করছিলেন কৃষ্ণ নাথ। এ সময় দেয়ালের একটি অংশ তার গায়ের ওপর ভেঙে পড়ে। এতে তিনি চাপা পড়ে গুরুতর আহত হন।

সহকর্মীরা তাকে উদ্ধার করে বারইয়ারহাট পৌরসভার একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে সন্ধ্যা ৬টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্কুলের পক্ষ থেকে নিহত শ্রমিকের পরিবারকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে বলেও জানান তিনি। নিহত কৃষ্ণ নাথের বাড়ি সিলেট জেলায় বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
আরএ



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।