ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মঙ্গলবার বরগুনা যাচ্ছেন সৌদি প্রিন্স তুর্কি বিন আবদুল্লাহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
মঙ্গলবার বরগুনা যাচ্ছেন সৌদি প্রিন্স তুর্কি বিন আবদুল্লাহ সৌদি যুবরাজ তুর্কি বিন আবদুল্লাহ

বরগুনা: ইসলামিক উন্নয়ন ব্যাংকের (আইডিবি) ফায়েল খায়ের প্রকল্পের আওতায় সিডর বিধ্বস্ত দক্ষিণ-পঞ্চিম অঞ্চলে নির্মিত স্কুল কাম সাইক্লোন শেল্টার উদ্বোধন করতে মঙ্গলবার (১২ জানুয়ারি) বরগুনার আমতলী উপজেলায় আসবেন সৌদি যুবরাজ তুর্কি বিন আবদুল্লাহ।

এ সময় তার সফর সঙ্গী হিসেবে তার এক ভাই ছাড়াও আইডিবির প্রেসিডেন্ট ড. আহমদ মোহাম্মদ আলী ও ব্যাংকের তিন কর্মকর্তার উপস্থিত থাকার কথা রয়েছে।



সংশ্লিষ্ট সূত্র জানায়,  সোমবার (১১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় রয়েল প্রাইভেট জেট বিমানের একটি ফ্লাইটে ঢাকা পৌঁছেছেন সৌদি যুবরাজ তুর্কি বিন আবদুল্লাহ। রাতে তিনি ঢাকার লা মেরিডিয়ান হোটেলে অবস্থান করবেন।

মঙ্গলবার সকাল ১০টায় হেলিকপ্টারে করে তিনি বরগুনার আমতলী উপজেলার উদ্দেশে রওনা হবেন বলে সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
আরএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।