ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দামুড়হুদা সীমান্তে বিজিবি-বিএসএফ বৈঠক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
দামুড়হুদা সীমান্তে বিজিবি-বিএসএফ বৈঠক ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে দর্শনা সীমান্তের আইসিপি নামক স্থানে এ বৈঠক অনুষ্ঠিত হয়।



বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার নজরুল ইসলাম ও বিএসএফের পক্ষে নেতৃত্ব  দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের গেদে কোম্পানি কমান্ডার পরিদর্শক অমিত কুমার।

চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক এস এম মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, বৈঠকে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, কাটা তারের বেড়া না কাটা, মাদক প্রবেশ রোধ, নারী ও শিশু পাচার না বন্ধ বিষয়ে আলোচনা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, জানুয়ারি ১২,  ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।