ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

না.গঞ্জে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
না.গঞ্জে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় রাস্তার পাশ থেকে প্রায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

মঙ্গলবার (১২ জানুয়ারি) ঢাকা-নারায়ণগঞ্জ ও ঢাকা-মুন্সীগঞ্জ সড়কের পাশে অভিযান চালিয়ে এসব স্থাপনা উচ্ছেদ করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।

 

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ফতুল্লা সার্কেলের সহকারী কমিশনার (ভ‍ূমি) নাহিদা বারিকের নেতৃত্বে পরিচালিত অভিযানে ঢাকার সড়ক জনপথ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ফতুল্লার পঞ্চবটিসহ বিভিন্ন এলাকায় সরকারি জায়গা দখল করে রাস্তার দু’পাশে অবৈধ স্থাপনা গড়ে ওঠেছিল। সড়কের অনেকটা অংশ দখল হয়ে যাওয়ায় এসব সড়কে সবসময়ই তীব্র যানজট লেগে থাকে।

তাই দু’পাশ দখলমুক্ত করতে মঙ্গলবার উচ্ছেদ অভিযান চালানো হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা বারিক এই প্রতিবেদককে জানান, ভবিষ্যতে যাতে সরকারি জায়গা দখল করে কেউ অবৈধ স্থাপনা গড়ে না তোলে সেজন্য সতর্ক করে দেওয়া হয়েছে।  

পর্যায়ক্রমে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের রাস্তার উভয় পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানান নাহিদা বারিক।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।