ঢাকা: পাঁচ নির্বাচন কমিশনারদের মধ্যে একজন নারী নিয়োগের করেছেন বাংলাদেশ নারী প্রগতি সংঘ।
বুধবার (১২ জানুয়ারি) সকালে নগরীর সিরডাপে ‘৮ম সিডও শ্যাডো প্রতিবেদন বিষয়ক জাতীয় মতবিনিময় সভায় বাংলাদেশ নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবির এ প্রস্তাব তুলে ধরেন।
তিনি বলেন, নির্বাচনে নারীর অংশ গ্রহণ বাড়াতে এ পদ্ধতির পরিবর্তন করতে হবে। এছাড়া সংসদ নির্বাচনে নারীর জন্য এক তৃতীয়াংশ আসন দাবি করেছিলাম, যা আজও হয়নি।
পৌরসভা নির্বাচনেও নারীরর ভূমিকা খুব বেশি নেই। আমরা দেখলাম ঠাকুরগাঁও পৌরসভায় নারী প্রার্থী তাহমিনা মোল্লাকে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত এক হয়ে হারিয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান গণকক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী, আইন ও সালিশ কেন্দ্রের প্রতিষ্ঠাতা সদস্য হামিদা হোসেন প্রমুখ।
সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার।
বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
এসএইচ