কক্সবাজার: কক্সবাজার সরকারি কলেজগেইট এলাকা থেকে পাঁচজন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। এসময় ছিনতাই হওয়া ১ ভরি ৩ আনা স্বর্ণও উদ্ধার করা হয়।
মঙ্গলবার দিনগত রাত দুইটার দিকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, মৃত লাল মিয়ার ছেলে মোস্তফা কামাল (১৮), জামানের ছেলে নাসির উদ্দিন (২০), মুজিবুর রহমানের ছেলে সাইদুল ইসলাম (২০), জিন কান্তি বড়ুয়ার ছেলে জয়জীৎ বড়ুয়া (২০) ও সিরাজ উদ্দিনের ছেলে বেলাল হোসেন (২১)। এদের মধ্যে জয়জীৎ বড়ুয়া কক্সবাজার শহরের মোহাজের পাড়া ও বাকি সবাই টেকপাড়ার হাঙ্গরপাড়ার বাসিন্দা।
পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার (১২ জানুয়ারি) রাতে উখিয়া থেকে কক্সবাজার আসছিলেন রাজারকুলের উমখালী এলাকার স্বর্ণ কারিগর শিমুল ধর। পথে টমটম গাড়িটি কলেজগেইট এলাকায় পৌঁছালে টমটমের গতিরোধ করে একদল ছিনতাইকারী। তখন শিমুলের কাছ থেকে ১ ভরি ৩ আানা স্বর্ণ ছিনিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
পরে ছিনতাইয়ের শিকার শিমুল ধরের অভিযোগের প্রেক্ষিতে রাতেই পুলিশ অভিযানে নামে।
কক্সবাজার সদর থানার ওসি আসলাম হোসেন খান বাংলানিউজকে জানান, আটকদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
টিটি/আইএসএ/টিসি