ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাইনম্যানের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
দিনাজপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাইনম্যানের মৃত্যু ছবি: প্রতীকী

দিনাজপুর: দিনাজপুর শহরে বিদ্যুৎ কন্ট্রোল রুমের ত্রুটিপূর্ণ লাইনের কাজ করতে গিয়ে আলমগীর হোসেন (৪৫) নামে এক লাইনম্যানের মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালে তার মৃত্যু হয়।



নিহত আলমগীর দিনাজপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর লাইন ম্যান-এ।

দিনাজপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মো. রুবেল হোসেন বাংলানিউজকে জানান, কন্ট্রোল রুমে কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।