সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুরে বিদ্যুৎ চুরি করে ইজিবাইকের ব্যাটারিতে চার্জ দেওয়ার অপরাধে সাজ্জাদ হোসেন নামে এক গুল কারখানার মালিককে ২১ লাখ টাকা জরিমানা করেছে বিদ্যুৎ বিভাগ।
এ অর্থ আদায়ের লক্ষ্যে বুধবার (১৩ জানুয়ারি) সকালে রংপুরের বিদ্যুৎ আদালতেও মামলা দায়ের করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সৈয়দপুরের সোনাপুকুর এলাকায় স্টার এবং ওয়ান স্টার গুল ফ্যাক্টরির মালিক সাজ্জাদ হোসেন তামাক গুঁড়া করার জন্য কারখানা গড়ে তোলেন।
দীর্ঘদিন ধরে তার কারখানায় বিদ্যুৎ চুরি করে ব্যাটারি চালিত ইজিবাইকে চার্জ দেওয়া হচ্ছিল। খবর পেয়ে সৈয়দপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলী জিন্নাহ লোকজন নিয়ে ওই কারখানায় অভিযান চালান। তারা এসময় প্রায় ৭৫টি ইজিবাইক চার্জ দেওয়া অবস্থায় দেখে হাতে-নাতে সাজ্জাদকে আটক করেন। পরে তাকে ২১ লাখ টাকা জরিমানা করে ওই অর্থ আদায়ের জন্য বিদ্যুৎ আদালতে মামলা করা হয়।
এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে সৈয়দপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলী জিন্নাহ জানান, বিদ্যুৎ চুরি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
এসআই