ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মধুপুরে মাদক বিরোধী র‌্যালি অনুষ্ঠিত

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
মধুপুরে মাদক বিরোধী র‌্যালি অনুষ্ঠিত

মধুপুর (টাঙ্গাইল): “মাদক ব্যবসা করে যারা, সমাজ থেকে তাদের তাড়া” স্লোগান নিয়ে টাঙ্গাইল জেলার মধুপুরে মাদক বিরোধী র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে মধুপুর থানা ও কমিউনিটি পুলিশিং যৌথভাবে এ র‌্যালির আয়োজন করে।



এতে বোয়ালী মাদক প্রতিরোধ কমিটি, শিল্প ও বণিক সমিতি, ট্রাক মালিক সমিতি, রাইস মিল মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন-ফেডারেশন, লাইফ কেয়ার হাসপাতাল, ট্রাক ও কভার্ড ভ্যান ডাইভার্স ইউনিয়ন, সিএনজি চালিত অটোরিকশা মালিক ও শ্রমিক সমিতি, কাকরাইদ মাদক বিরোধী কমিটির নেতারা অংশ নেন।

র‌্যালি শেষে পূর্ব মধুপুর থানা চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রমেন্দ্র্র্র নাথ বিশ্বাস, পৌরসভার নব নির্বাচিত মেয়র মাসুদ পারভেজ, মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ বজলুর রশিদ খান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।