ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ ছবি: প্রতীকী

কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রাম ও সদর দক্ষিণ উপজেলায় পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে চৌদ্দগ্রামে ও দুপুর সোয়া ১টার দিকে সদর দক্ষিণ উপজেলায় এ দুর্ঘটনা দু’টি ঘটে।



‍নিহত তিনজনের মধ্যে চৌদ্দগ্রামের উজিরপুর ই‌উনিয়নের মোহন মিয়া (৬০) নামে একজনের নাম জানা গেছে। বাকী দু’জনের নামপরিচয় পাওয়া যায়নি।

মিয়া বাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজিম উদ্দিন বাংলানিউজকে জানান, সকাল সাড়ে ১০টার দিকে মোহন মিয়া চৌদ্দগ্রাম উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় একটি কাভার্ডভ্যান মোহনকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অপরদিকে, দুপুর সোয়া ১টার দিকে  কুমিল্লাগামী জুয়েল পরিবহনের একটি বাস সদর দক্ষিণ উপজেলার কালাচাঁন এলাকায় কুমিল্লা-লাকসাম সড়কে এলে সিএনজিচালিত একটি অটোরিকশাকে চাপায় দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার এক নারী যাত্রীর মৃত্যু হয়।

এ দুর্ঘটনায় আহত হয় ৫জন।   আহতদের স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিলে সেখানে একটি শিশু মারা যায়। বাকী চারজন সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।