ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শিবচরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অর্ধশত আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
শিবচরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অর্ধশত আহত

মাদারীপুর: মাদারীপুরের শিবচরে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে  অন্তত অর্ধশত যাত্রী  আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।



প্রত্যক্ষদর্শীরা জানায়, খান জাহান আলী পরিবহনের একটি বাস কাওড়াকান্দি ঘাট থেকে নড়াইল যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে জেলার শিবচরের দত্তপাড়া এলাকার হাজী শরিয়তউল্লাহ সেতুর টোল ঘরের ইঞ্জিন রুম ও দাঁড়িয়ে থাকা একটি সিএনজি চালিত অটোরিকশার উপর উল্টে খাদে পড়ে যায়। এতে যাত্রীবাহী বাসটির অন্তত ৪০ যাত্রী আহত হয়। এদের মধ্যে দু্‌ইজনের অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে স্থানীয়রা ও হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।