ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মেট্রোরেলের ‘ফি‌জিক্যাল’ কাজ মার্চ থেকে শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
মেট্রোরেলের ‘ফি‌জিক্যাল’ কাজ মার্চ থেকে শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মেট্রোরেলের ফি‌জিক্যাল কাজ আগামী মার্চ মাস থেকে শুরু হবে বলে জা‌নিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। মেট্রোরেলের রুট পরিবর্তনেরও কোনো সুযোগ নেই বলেও জানান মন্ত্রী।



শুক্রবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় ঢা‌কেশ্বরী ম‌ন্দি‌রে প‌রিবার দিব‌সের অনুষ্ঠা‌নে সাংবা‌দিক‌দের প্র‌শ্নের জবা‌বে তিনি এ তথ্য জানান।

প‌রে মহানগর সার্বজনীন পূজা ক‌মি‌টি আ‌য়ো‌জিত অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থির বক্তব্য রা‌খেন। এর আ‌গে ওবায়দুল কাদের ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুর‌ঞ্জিত সেনগুপ্ত এম‌পি ম‌ন্দির প্রাঙ্গ‌নে বেলুন ও পায়রা উ‌ড়ি‌য়ে প‌রিবার দিব‌সের উ‌দ্বোধন ক‌রেন।
 
ওবায়দুল কাদের বলেন, ঢাকা বিশ্ব‌বিদ্যালয়, প্রেসক্লাব ও জাতীয় সংসদ ভবন এলাকায় মে‌ট্রো‌রেলের সাউন্ডপ্রুফ সি‌স্টেম আ‌ছে। তাই সাংস্কৃ‌তিক কার্যক্রম ও পড়া‌লেখার প‌রি‌বেশ বি‌ঘ্নিত হওয়ারও কোনো সু‌যোগ নেই।

ঢাকা বিশ্ব‌বিদ্যালয় কতৃপ‌ক্ষের সঙ্গে আ‌লোচনা ক‌রেই অনু‌মোদন নি‌য়ে রুট ঠিক করা হ‌য়ে‌ছে।

বিশ্ব‌বিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীদের জন্যই সেখা‌নে এক‌টি স্টেশন করা হ‌য়ে‌ছে উ‌ল্লেখ ক‌রে মন্ত্রী ব‌লেন, সাউন্ডপ্রুফ থাকার কার‌ণে কেউ এখা‌নে টেরই পা‌বে না ।

অথচ এখন যে যানবাহন সেখা‌নে চ‌লে সেগু‌লো শব্দদূষণ ক‌রে উ‌ল্লেখ ক‌রে ‌তি‌নি ব‌লেন, মেট্রো‌রেল হ‌লে সে যানবাহনগু‌লো আর চল‌বে না।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
এসএ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।