ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শাহবাগে বাসের ধাক্কায় প্রাণ গেল আরও এক ছাত্রীর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
শাহবাগে বাসের ধাক্কায় প্রাণ গেল আরও এক ছাত্রীর খাদিজা সুলতানা মিতু

ঢাকা: রাজধানীর শাহবাগে বাসের ধাক্কায় প্রাণ গেল খাদিজা সুলতানা মিতু (১২) নামে আরও এক মেধাবী ছাত্রীর।

শনিবার (১৬ জানুয়ারি) বিকেলে শাহবাগ মোড়ে একটি দ্রুতগামী বাস ধাক্কা দিলে নিহত হয় সে।

খাদিজা এবার প্রাথমিক শিক্ষা সমাপনীতে (পিইসি) জিপিএ-৫ পেয়েছিল। এ দুর্ঘটনার পর ঘাতক বাস ও এর চালককে আটক করা হয়েছে।

খাদিজা কুমিল্লার মনোহরগঞ্জের মানদুরা গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়ার মেয়ে। মনোহরগঞ্জের লক্ষ্মণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিইসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে লক্ষ্মণপুর ফাজিল মাদরাসায় ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়েছিল সে।

তার দুলাভাই ওমর ফারুক বাংলানিউজকে বলেন, আমার বাসা রাজধানীর শ্যামপুরে। ১০-১২ দিন আগে আমি মনোহরগঞ্জের শ্বশুর বাড়িতে বেড়াতে যাই। আসার সময় খাদিজাকে বেড়াতে ঢাকায় নিয়ে আসি।

তিনি বলেন, আজ বিকেলে সপরিবারে শিশু পার্কে আসি আমরা। সেখানে ঘোরাঘুরির পর নাস্তার করার জন্য একটি রেস্টুরেন্টের দিকে যাচ্ছিলাম। মোড় পার হওয়ার সময় দ্রুতগামী একটি বাস খাদিজাকে ধাক্কা দেয়। তৎক্ষণাৎ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা বিকেল সাড়ে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

খাদিজার মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বলে জানান ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাশ।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বাংলানিউজকে জানান, দুর্ঘটনার পরপরই জনতা ঘাতক বাস ও এর চালককে আটক করে। জনতা বাসচালককে পিটুনি দিয়ে পুলিশেও সোপর্দ করেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, সকাল সোয়া ৯টার দিকে শাহবাগের মৎস্য ভবন এলাকায় বাসচাপায় নিহত হয় সাবিহা আক্তার নামে নবম শ্রেণির এক ছাত্রী। সে রাজধানীর সেগুনবাগিচার রহিমা উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। কিছুদিন আগে জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে নবম শ্রেণিতে ভর্তি হয় সাবিহা।

বাংলাদেশ সময: ১৬৩২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬/আপডেট ১৬৫১ ঘণ্টা
এজেডএস/এইচএ/

** ‘ডাক্তার তো হতে পারলো না, লাশ হয়ে গেলো’
** রাজধানীতে বাসচাপায় স্কুল ছাত্রী নিহত, ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ

** রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নবম শ্রেণির ছাত্রী নিহত


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।