ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রেলে হামলকারীরা ইসলাম ও স্বাধীনতা বিরোধী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
রেলে হামলকারীরা ইসলাম ও স্বাধীনতা বিরোধী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: রেলে হামলকারীরা ইসলাম বিরোধী, স্বাধীনতা বিরোধী ও মানবতার শত্রু বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী মুজিবুল হক।

শনিবার (১৬ জানুয়ারি) বিকেল ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন পরিদর্শনে এসে এ মন্তব্য করেন তিনি।



মন্ত্রী বলেন, উন্নয়ন ব্যাহত করতে স্বাধীনতা বিরোধী চক্রটি ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে হামলা চালিয়ে আড়াই কোটি টাকারও বেশি রেল সম্পদের ক্ষতি করেছে।

তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে তাণ্ডবের ঘটনায় মামলা হয়েছে, তদন্ত কমিটি হয়েছে। যারা এসব তাণ্ডবলীলা চালিয়েছে তাদের ভিডিও ফুটেজের মাধ্যমে চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, সেদিনের তাণ্ডবে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের যে ক্ষতি হয়েছে তা শতভাগ পূরণের জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হবে।

রেলস্টেশন পরিদর্শনের সময় ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, ডেপুটি রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) আরিফুজ্জামান, প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (সিসিএম) সরদার শাহাদত আলী, পূর্বাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) মকবুল আহমেদ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চিফ কমান্ড্যান্ট আমিনুর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।