ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ

মাদ্রাসা ছাত্রদের বিরুদ্ধে লুটের অভিযোগ ব্যবসায়ীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
মাদ্রাসা ছাত্রদের বিরুদ্ধে লুটের অভিযোগ ব্যবসায়ীর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া শহরে মাদ্রাসা ছাত্রদের সঙ্গে ব্যবসায়ী ও ছাত্রলীগের সংঘর্ষের আগে মাদ্রাসা ছাত্ররা স্থানীয় জেলা পরিষদ মার্কেটের বিজয় টেলিকমে হামলা করে পাঁচ লাখ টাকার মালামাল লুট করেছে বলে অভিযোগ করেছেন এক ব্যবসায়ী।

শনিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় জেলা পরিষদ মার্কেট ব্যবসায়ী সমিতির নেতারা ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন।



জেলা পরিষদ মার্কেট ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক ফারুক অাহমেদ লিখিত বক্তব্যে বলেন, গত ১১ জানুয়ারি বিকেল সাড়ে ৪টার দিকে বয়স্ক এক ইজিবাইক চালককে দোকানের সামনে মারধরে উদ্যত হলে বিজয় টেলিকমের মালিক রনি অাহমেদ দুই মাদ্রাসা ছাত্রকে শাসায়। পরে সন্ধ্যায় জেলা পরিষদ মার্কেটে শতাধিক মাদ্রাসা ছাত্র হামলা করে। এ সময় তারা দোকানের অাসবাপত্র ভাঙচুর করে দোকান থেকে প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের মোবাইল ফোনসেট ও মোবাইল সামগ্রী এবং নগদ ৪৫ হাজার টাকা লুটে নেয়।

এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান ‍ফারুক।

সংবাদ সম্মেলনে জেলা পরিষদ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি জামাল খান, সাধারণ সম্পাদক এমএ শাহিন, সহসভাপতি অাতাউর রহমান শাহীন, যুগ্ম সম্পাদক শাহ মো. ইয়াছিনসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।