ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিলেটে ট্রাকভর্তি পলিথিন উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
সিলেটে ট্রাকভর্তি পলিথিন উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সিলেটে ট্রাকভর্তি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করেছে র‌্যাব।

শনিবার (১৬ জানুয়ারি) রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, নগরীর লালদিঘীরপাড় মেসার্স অর্ণা এন্টারপ্রাইজের সামনে থেকে পলিথিন ভর্তি মিনি ট্রাক (সিলেট-ন-১১-১১৬৯) আটক করা হয়েছে।



স্থানীয়দের বরাত দিয়ে র‌্যাব জানায়, দীর্ঘদিন ধরে নিষিদ্ধ পলিথিন বাজারজাত করে আসছিল একটি চক্র। অভিযানকালে ২৩টি প্ল্যাস্টিকের বস্তায় মোড়ানো বিভিন্ন রংয়ের ১ হাজার ৯শ’ ৬৬ কেজি পলিথিন উদ্ধার করা হয়েছে। যার মূল্য ৩ লাখ ৯৩ হাজার ২শ’ টাকা।

র‌্যাব-৯’র উপ-পরিচালক (মিডিয়া) মেজর এস এ এম ফখরুল ইসলাম খানের পাঠানো সংবাদ বিবৃতিতে বলা হয়েছে, জব্দ করা পলিথিন ভর্তি গাড়ি মহানগরীর কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে পরিবেশ সংরক্ষণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ০৫৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
এনইউ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।