ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ইজতেমার দ্বিতীয় পর্বে এক বিদেশিসহ ৭ মুসল্লির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
ইজতেমার দ্বিতীয় পর্বে এক বিদেশিসহ ৭ মুসল্লির মৃত্যু ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

গাজীপুর: টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নেওয়া বিদেশিসহ ৭ মুসল্লির মৃত্যু হয়েছে। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়।



বিশ্ব ইজতেমায় মরদেহের জিম্মাদার মো. আদম আলী বাংলানিউজকে জানান, রোববার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা পর্যন্ত ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নেওয়া ৭ মুসল্লি মারা যান।

তারা হলেন- কুমিল্লার মনোহরগঞ্জ থানার নাথেরপেটুয়া এলাকার নূরুল আলম ওরফে নূর হোসেন (৭০),  সুনামগঞ্জের মুসল্লি আখলাক মিয়া (৬২), চুয়াডাঙ্গা সদর উপজেলার বাদুতলা এলাকার আব্দুল মাবুদ জোয়ারদার (৫২), জামালপুরের সরিষাবাড়ি থানার চরআদরা এলাকার আব্দুর কাদের (৬০)।

এর আগে গত শুক্রবার (১৫ জানুয়ারি) রাতে এক মালয়েশিয়ানসহ আরো তিন মুসল্লির মৃত্যু হয়।

নিহতরা হলেন- জামালপুর সদর উপজেলার কাচারিপাড়া এলাকার বাসিন্দা আবুল কাশেম (৬৫), বগুড়ার গাবতলী থানার মাঝবাড়ি এলাকার বাসিন্দা আব্দুর রহমান (৬২) ও মালয়েশিয়ান নাগরিক শাহিদান-দ্বীন ইব্রাহিম (৪৮)।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
আরএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।