ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাজীপুরে রিমোট কন্ট্রোলসহ ৫টি টাইম বোম‍া উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
গাজীপুরে রিমোট কন্ট্রোলসহ ৫টি টাইম বোম‍া উদ্ধার ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কুনিয়া তারগাছ এলাকার বালুরমাঠ থেকে একটি রিমোট কন্ট্রোলসহ ৫টি টাইমবোমা উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৭ জানুয়ারি) ভোর ৫টায় অভিযান চালিয়ে জয়দেবপুর থানা পুলিশ ‌এগুলো উদ্ধার করে।

 

বাংলানিউজকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন- গাজীপুরের পুলিশ সুপার (এসপি) হারুন অর রশিদ।

পুলিশ সুপার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জয়দেবপুর থানা পুলিশ গাজীপুর সিটি করপোরেশনের কুনিয়া তারগাছ এলাকায় অভিযান চালায়। এসময় ওই এলাকার একটি বালুরমাঠ থেকে একটি রিমোট কন্টোলসহ ৫ টি টাইমবোমা উদ্ধার করা হয়।

পরে বোমা গুলি নিস্ক্রিয় করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিশ্ব ইজতেমায় নাশকতা ও আতঙ্ক সৃষ্টির জন্য দুর্বৃত্তরা ওই বোমা বহন করছিল।

পুলিশের তৎপরতার কারণে দুর্বৃত্তরা সেগুলি ওই স্থানে ফেলে রেখে পালিয়ে যায়। তবে দুর্বৃত্তদের কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, জানায়ারি ১৭, ২০১৬/আপডেট ১২২৪ ঘণ্টা
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।