ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘১৫ হাজার ডাস্টবিন হচ্ছে, সন্ধ্যা ৭টার পর ময়লা ফেলুন’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
‘১৫ হাজার ডাস্টবিন হচ্ছে, সন্ধ্যা ৭টার পর ময়লা ফেলুন’ ছবি: কাসেম হারুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় ১৫ হাজার ডাস্টবিন স্থাপনের অঙ্গীকার করে সন্ধ্যা ৭টার পর সেগুলোতে ময়লা ফেলার আহ্বান জানিয়েছেন মেয়র সাঈদ খোকন। সব রাস্তায় এলইডি লাইট স্থাপন এবং ডিএসসিসি’র ২৭৫টি রাস্তার সংস্কার কাজ চলছে বলেও জানান তিনি।



রোববার (১৭ জানুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে পরিচ্ছন্নতা বর্ষ’২০১৬ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠানে এসব কথা জানান তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে পরিচ্ছন্নতা কর্মসূচির এ অনুষ্ঠানের আয়োজন করে ডিএসসিসি।

পরিচ্ছন্নতা বর্ষ উপলক্ষে ডিএসসিসি’র বিভিন্ন এলাকায় ১৫ হাজার ডাস্টবিন দেওয়ার অঙ্গীকার করে মেয়র সাঈদ খোকন বলেন, আমরা প্রতিটি ওয়ার্ডে ২০০টি করে ডাস্টবিন দেবো। আপনারা সন্ধ্যা ৭টার পর ডাস্টবিনে ময়লা ফেলবেন, আমাদের কর্মীরা নিয়ে যাবেন।

এছাড়া ২১ ফেব্রুয়ারির মধ্যে ঢাবি, শাহবাগ এলাকার প্রতিটি রাস্তায় এলইডি লাইট স্থাপন করা হবে। পর্যায়ক্রমে সব রাস্তায় এলইডি লাইট দেওয়া হবে।

ডিএসসিসি’র ২৭৫টি রাস্তার সংস্কার কাজ চলছে বলেও জানান তিনি।

পরিচ্ছন্ন নগরী গড়তে প্রত্যেক নাগরিককে মেয়রের ভূমিকায় দেখতে চান মেয়র। এজন্য সবাইকে যার যার অবস্থান থেকে পরিচ্ছন্নতার মানসিকতা তৈরির আহ্বান জানান তিনি।

আগামি ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে সবাইকে ১৫-৩০ মিনিট শহরের জন্য ভালোবাসা উৎসর্গ করার আহ্বানও জানান মেয়র।

তিনি বলেন, আমরা নিজের ঘরকে যেভাবে পরিচ্ছন্ন রাখি, সেভাবেই শহরকে পরিচ্ছন্ন রাখবো।

দেশের রাজনীতিতে এখনো কিছুটা অসুস্থতা ও নোংরামি বিরাজমান। এর জন্য গুটিকয়েক, মাত্র ১ শতাংশ লোক দায়ী বলেও মন্তব্য করেন তিনি।

মেয়র বলেন, আমাদের দেশ এগিয়ে যাচ্ছে, সমৃদ্ধ হচ্ছে। কিন্তু গুটিকয়েক নোংরা, অসুস্থ রাজনীতিবিদ সেই উন্নয়নকে নস্যাতের চেষ্টা করছেন। এজন্য সবাইকে একসঙ্গে কাজ করে রাজনীতিকে পরিচ্ছন্ন করার আহ্বান জানান তিনি।

অালোচনা শেষে পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন সাঈদ খোকন।

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রো উপাচার্য অধ্যাপক শহিদ আখতার হোসাইন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, কলা অনুষদের ডিন অধ্যাপক মো. আখতারুজ্জামান, ডিএসসিসি'র প্রধান নির্বাহী কর্মকর্তা খান মো. বিলাল, প্রধান বর্জ্য ব্যবস্থাপক ক্যাপ্টেন রাকিব উল্লাহ, ২১নং ওয়ার্ড কাউন্সিলর এমএ হামিদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
এসএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।