ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘খসড়া মন্ত্রণালয়ে পড়ে থাকলে হবে না’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
‘খসড়া মন্ত্রণালয়ে পড়ে থাকলে হবে না’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান প্রতিবন্ধীদের প্রতি বৈষম্য নিরসণে অবিলম্বে ‘বৈষম্য বিলোপ আইন‘ পাশের দাবি জানিয়ে বলেছেন, মন্ত্রণালয়ে আইনের খসড়া দিনের পর দিন পড়ে থাকবে আর মানুষ সেটা জানবে না, তা হতে পারে না। নাগরিকদের আশা আকাঙ্ক্ষার এই আইনকে দ্রুত বাস্তবায়নের ব্যবস্থা করতে হবে।



সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ‘জাতীয় প্রতিবন্ধী ফোরাম’ আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখছিলেন মিজানুর রহমান।  

মানবাধিকার চেয়ারম্যান বলেন, ‘বৈষম্য বিলোপ আইন ও প্রতিবন্ধিতা আইন‘ থেকে যেসব সুযোগ সুবিধা ও সুরক্ষা সৃষ্টি করা হবে তা যথাযথ ভাবে পালন ও প্রয়োগ করা সরকার এবং রাষ্ট্রের দায়িত্ব। এখানে কালক্ষেপণ করলে মনে হবে রাষ্ট্র ভিন্ন কিছু চিন্তা করছে-বলেন তিনি।

মিজানুর রহমান বলেন, ‘রাষ্ট্র যে আসলেই মানবদরদী ও মানবিক তা এই আইনের প্রয়োগ ঘটিয়ে দেখাতে হবে।

তিনি উল্লেখ করে বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী প্রতিবন্ধী বান্ধব। বিশ্বে তিনিই একমাত্র প্রধানমন্ত্রী যিনি প্রতিবন্ধী শিশুদের সঙ্গে সময় কাটান। এখন প্রধানমন্ত্রী একা করলে হবে না পুরো রাষ্ট্রকে সেটা করতে হবে।  

মানবাধিকার চেয়ারম্যান ‘বৈষম্য বিলোপ’ আইনটিতে দ্রুত সংশোধনী পরামর্শ যোগ করে তা পাশের দাবি জানিয়ে বলেন, এ রকম আইন থাকা এখন অতীব জরুরি হয়ে দাঁড়িয়েছে।  

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, জাতীয় প্রতিবন্ধী ফোরামের পরিচালক ডা. নাফিসুর রহমান, সমন্বয়কারী মো. মোশাররফ হোসেন, মানুষের জন্য ফাউন্ডেশনের সমন্বয়কারী নাজরানা ইয়াসমিন হিরা ও মো. রেজওয়ান আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
এসএ/আরইউ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।