ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঢাকায় ডেনমার্কের কর্মসংস্থান মন্ত্রী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
ঢাকায় ডেনমার্কের কর্মসংস্থান মন্ত্রী ডেনমার্কের কর্মসংস্থান মন্ত্রী ইয়র্ন নিয়ের্গো লারসেন

ঢাকা: চার দিনের সফরে সোমবার (১৮ জানুয়ারি) ঢাকা এসেছেন ডেনমার্কের কর্মসংস্থান মন্ত্রী ইয়র্ন নিয়ের্গো লারসেন। এ সফরের মাধ্যমে দু’দেশের মধ্যকার বিদ্যমান উন্নয়ন ও বাণিজ্যিক সহযোগিতা এবং অংশীদারিত্ব আরো জোরদার হবে বলে আশা করা হচ্ছে।



শ্রম মন্ত্রণালয় ও ঢাকাস্থ ডেনমার্ক দূতাবাস এ তথ্য জানিয়েছে।

সফরকালে লারসেন বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হকসহ যৌথভাবে দু’দেশের মধ্যকার একটি কৌশলগত সেক্টর সহযোগিতা প্রকল্পের সূচনা করবেন।

‘শ্রম কর্তৃপক্ষ শক্তিশালীকরণের মাধ্যমে বাংলাদেশি শ্রমিকের স্বাস্থ্য ও নিরাপত্তার উন্নতিকরণ’ শীর্ষক প্রকল্পটি ডেনমার্ক ও বাংলাদেশের দুই মন্ত্রণালয়ের মাঝে তিন বছরের একটি অংশীদারিত্বমূলক কার্যক্রম। যাতে উভয় দেশের বিভিন্ন সংস্থার সহযোগিতা রয়েছে।

ডেনমার্ক দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, এ প্রকল্পটি বাংলাদেশের তৈরি পোশাক খাতে টেকসই উৎপাদন ও অবকাঠামোগত শর্তাবলী উন্নয়নের ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে।

প্রকল্পের ফলাফল বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে এবং ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার লক্ষ্যমাত্রা পূরণে সহায়তা করবে বলেও আশা করা হচ্ছে।

বাংলাদেশ সফরকালে লারসেন একটি তৈরি পোশাক কারখানা পরিদর্শন করবেন। পাশাপাশি বাংলাদেশি সহযোগী এদেশে ডেনমার্কের বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

এছাড়াও তিনি ঢাকায় ডেনমার্ক, সুইডেন ও নরওয়ের নতুন একীভূত দূতাবাসের উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে প্রধনি অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
জেপি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।