ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে কারেন্ট জাল ও পলিথিন জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
চাঁদপুরে কারেন্ট জাল ও পলিথিন জব্দ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁদপুর: চাঁদপুরে মেঘনা নদীর মোহনায় দুইটি লঞ্চে অভিযান চালিয়ে নিষিদ্ধ কারেন্ট জাল ও পলিথিন জব্দ করেছে কোস্টগার্ড।

রোববার (১৭ জানুয়ারি) দিবাগত রাত ২টা থেকে সোমবার ভোর পর্যন্ত ওই দুই লঞ্চে তল্লাশি চালায় কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের টহল সদস্যরা।



এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা দক্ষিণাঞ্চলগামী এমভি প্রিন্স অব রাসেল ও এমভি টিপু থেকে ৭৪ হাজার দুইশ মিটার কারেন্ট জাল ও দুইশ কেজি পলিথিন জব্দ করা হয়।

কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লে. এম এনায়েত উল্লাহ বাংলানিউজকে জানান, সোমবার দুপুরে জব্দকৃত জাল  পুড়িয়ে বিনষ্ট করা হয় ও পলিথিন জেলা পরিবেশ অধিদপ্তরে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।