ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শ্রীমঙ্গলে সনাক ও টিআইবির ভূমি বিষয়ক কার্যক্রম উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
শ্রীমঙ্গলে সনাক ও টিআইবির ভূমি বিষয়ক কার্যক্রম উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শ্রীমঙ্গল (মৌলভীবাজার): সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র (টিআইবি) উদ্যোগে শ্রীমঙ্গলে ভূমি বিষয়ক কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে ভূমিখাতে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন পর্যায়ে কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ভূমির ওপর বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়।



অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব, সাব-রেজিস্ট্রার নিরোদ বরণ বিশ্বাস, সিলেট বিভাগের সাবেক স্বাস্থ্য পরিচালক ডা. হরিপদ রায় এবং সনাক ও টিআইবি শ্রীমঙ্গল শাখার সভাপতি সৈয়দ নেসার আহমদ।

এছাড়া মুক্ত আলোচনা পর্বে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সম্পাদক এম. ইদ্রিস আলী, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি শ্রীমঙ্গল কমিটির সভাপতি সৈয়দ আমীরুজ্জামান, উন্নয়ন সংস্থা এমসিডা’র সভাপতি তহিরুল ইসলাম মিলন।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা; জানুয়ারি ১৮, ২০১৬
বিবিবি/ওএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।