ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হাসপাতালে মরদেহ রেখে পলায়ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
হাসপাতালে মরদেহ রেখে পলায়ন ছবি: প্রতীকী

বাগেরহাট: বাগেরহাট সদর হাসপাতালে অজ্ঞাতপরিচয় (৩৫) এক যুবকের মরদেহ রেখে পালিয়ে গেছেন আব্দুল কাদের হাওলাদার নামে অপর এক ব্যক্তি।
 
সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে হাসপাতালের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে।



বাগেরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শিহাব মাহমুদ বাংলানিউজকে বলেন, সোমবার দুপুরে বাগেরহাটের শরণখোলা উপজেলার খোন্তাকাটা গ্রামের সুলতান হাওলাদারের ছেলে আব্দুল কাদের হাওলাদার নাম পরিচয় দিয়ে এক ব্যক্তি অজ্ঞাত এক যুবককে চিকিৎসার জন্য নিয়ে আসেন। ওই যুবককে মৃত ঘোষণার কিছুক্ষণ পরে আব্দুল কাদের নামে ওই ব্যক্তি হাসপাতাল থেকে পালিয়ে যান।

হাসপাতালে নিয়ে আসার আগেই ওই যুবকের মৃত্যু হয়। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। কিভাবে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত ছাড়া বলা সম্ভব নয়।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান  খান বলেন, হাসপাতালের রেজিস্টারে নাম লিপিবদ্ধ করা আব্দুল কাদের নামের ওই ব্যক্তিকে খোঁজা হচ্ছে। তাকে পেলে কিভাবে ওই যুবকের মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।