ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হামলা করে সংস্কৃতি চর্চার পথরোধ করা যাবে না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
হামলা করে সংস্কৃতি চর্চার পথরোধ করা যাবে না

ব্রাহ্মণবাড়িয়া: হামলা-ভাঙচুর করে করে সংস্কৃতি চর্চার পথরোধ করা যাবে না বলে মন্তব্য করেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতারা।

সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে জোটের ব্যানারে কয়েকজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ব্রাহ্মণবাড়িয়া পরিদর্শনে এসে এ কথা বলেন।



পরিদর্শনে আসা সাংস্কৃতিক ব্যক্তিত্বরা হলেন- ইন্টারন্যাশনাল থিয়েটার ইন্সটিটিউট বাংলাদেশ কেন্দ্রের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, সাধারণ সম্পাদক হাসান আরিফ, বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরা, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান ও সহ সম্পাদক চন্দন রেজা।

দুপুর ১২টার দিকে তারা মাদ্রাসা ছাত্রদের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গন, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরের সাহিত্য একাডেমি, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি পাঠাগার, তিতাস সাহিত্য সংস্কৃতি পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যম ও তিতাস ললিতকলা একাডেমি পরিদর্শন করেন ।

পরে, দুপুর ১টার দিকে তারা ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময়কালে নাসির উদ্দিন ইউসুফ বলেন, যারা বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র বানাতে চায়, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না তারাই এ ঘটনা ঘটিয়েছে। তাদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬ 
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।