ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফেনীতে হাসপাতাল থেকে বাচ্চা চুরি!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
ফেনীতে হাসপাতাল থেকে বাচ্চা চুরি! ছবি: বাংলানিউজেটোয়েন্টিফোর.কম

ফেনী: ফেনী আধুনিক সদর হাসপাতাল থেকে মেহেদী হাসান নামে ৮ মাস বয়সী একটি বাচ্চা চুরি হয়েছে।

সোমবার (১৮ জানুয়ারি) দুপুর ২টার দিকে হাসপাতালের বহির্বিভাগ থেকে ওই শিশু চুরির ঘটনা ঘটে।



চুরি হওয়া মেহেদী হাসান ছাগলনাইয়া উপজেলার পাঠান নগর ইউনিয়নের শিলুয়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে।

শিশুটির মা মুরছেনা বেগম বাংলানিউজকে জানান, রোববার রাতে ঠাণ্ডাজনিত কারণে অসুস্থ হয়ে পড়ায় ছেলেকে সোমবার দুপুরে হাসপাতালে নিয়ে আসেন তিনি।

এ সময় টিকিট নেওয়ার জন্য বহির্বিভাগে দীর্ঘ লাইনে দাঁড়ান তিনি। একপর্যায়ে একই লাইনে দাঁড়ানো পাশের দুই নারীর কাছে ছেলেকে রেখে টয়লেটে যান তিনি। কিন্তু ফিরে এসে ছেলে ও ওই দুই নারীকে আর পাননি।

এরপর বিষয়টি জানাজানি হলে কর্তৃপক্ষ হাসপাতালের চারপাশে ব্যাপক খোঁজাখুজির পরও বাচ্চা ও দুই নারীর কোনো খোঁজ পায়নি।

এদিকে, বুকের ধনকে হারিয়ে বার বার মূর্ছা যাচ্ছেন মা  ‍মুরছেনা বেগম। আত্মচিৎকার করে ছেলের জন্য বিলাপ করছেন তিনি।

ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ বাংলানিউজকে বলেন, বাচ্চাটি উদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে পুলিশ।

এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক সারোয়ার জাহান জানান, হাসপাতাল কম্পাউন্ড থেকে একটি বাচ্চা চুরি ঘটনা তিনি শুনেছেন। এ ব্যাপারে অনুসন্ধান চালানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।