ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
রূপগঞ্জে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ছবি : প্রতীকী

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় জাহাঙ্গীর আলম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম মাহফুজুর রহমান এ আদেশ দেন।



দণ্ডাদেশপ্রাপ্ত জাহাঙ্গীর আলম উপজেলার রসুলপুর এলাকার শহিদুল্লাহ মিয়ার ছেলে।

রূপগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাজিম উদ্দিন বাংলানিউজকে জানান, বেশ কিছুদিন ধরে জাহাঙ্গীর আলম নিজের এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন। খবর পেয়ে  দুপুরে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে জাহাঙ্গীরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৬
এএটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।