ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লালমাটিয়ায় বিদেশি পিস্তলসহ পাঁচ ডাকাত আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
লালমাটিয়ায় বিদেশি পিস্তলসহ পাঁচ ডাকাত আটক ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর লালমাটিয়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের পাঁচ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)।

আটককৃত আসামিরা হলেন, মো. আলী হোসেন ওরফে আলী (২৭), শওকত আলী (২৭), সেলিম (২৭), মো. সুমন (২৮) ও মো. জাহাঙ্গীর (২৫)।



সোমবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় লালমাটিয়ার ‘এফ’ ব্লকের ২/৩ নম্বর বাড়ির নিচতলার একটি রুমের ভিতরে অস্ত্র-সরঞ্জামাদিসহ ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়।

এ সময় ডাকাত দলের ওই সদস্যদের কাছ থেকে ১টি অত্যাধুনিক বিদেশি পিস্তল, ১ টি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি, ২টি চাপাতি, ২টি শাবল, ৫টি মোবাইল সেট ও নগদ ৩ হাজার ২১০ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব-২ এর উপ-পরিচালক মেজর নাসির উদ্দিন আহমেদ জানান, সংঘবদ্ধ এই চক্রটি দীর্ঘদিন যাবত রাজধানী ও আশপাশ এলাকায় ডাকাতি করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসার নিচতলা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতদের জিজ্ঞাসাবাদে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা যাচাই বাছাই করা হচ্ছে বলেও জানান মেজর নাসির।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

র‌্যাব-২ এর উপ-পরিচালক মেজর নাসির উদ্দিন আহমেদের নেতৃত্বে মেজর মো. আতাউর রহমানের একটি বিশেষ আভিযানিক দল এ অভিযানটি পরিচালনা করে।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬/আপডেট: ২১১০ ঘণ্টা
এসজেএ/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।